পাবনা প্রতিনিধি: ‘দেশের সুযোগ সবাই পাবে, কৃষক কেন ফাঁকি যাবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা আটঘরিয়া উপজেলায় পালিত হয়েছে ১৮তম কৃষক দিবস।

১৬ নভেম্বর রোববার বিকেলে বাংলাদেশ কৃষক ফাউন্ডেশনের উদ্যোগে আটঘরিয়া সদর পৌর পশুহাট চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ কৃষক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আসাদুজ্জামান নান্নুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক ফাউন্ডেশনের সাবেক সভাপতি আফজাল হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবেদ আলী, কৃষক মাওলানা মো. আব্দুল মতিন, কৃষক নেতা মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় কৃষক প্রতিনিধিরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন বলেন, দেশের মূল চালিকাশক্তি কৃষক। আর কৃষক যেসকল কৃষি উপকরণ ফসল ফলাতে ব্যবহার করে সবকিছুর মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। আর এই কারণে চরম সংকটে পড়েছেন তারা। খরচের সাথে পণ্যের বিক্রয় মূল্য ঠিক থাকছেনা। উৎপাদনের প্রতিটি ধাপে ব্যয় বাড়ছে অথচ কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হচ্ছে না। সরকার সার ও সেচের দাম বাড়িয়ে কৃষকের সঙ্গে তামাশা করছে।
বক্তারা দাবি করছেন, দেশের কৃষকদের বাঁচাতে বিনামূল্যে সেচ ব্যবস্থাসহ, সার, বীজ কৃটনাষকের মূল্য কমানোসহ সরকারের কৃষিতে আরো বেশি পরিমাণ ভর্তুকি বাড়ানো এবং কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দিতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available