চূড়ান্ত জুলাই সনদ দ্রুত দেয়ার ব্যাপারে আশাবাদী আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক: দ্রুত চূড়ান্ত জুলাই সনদ দেয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।৮ আগস্ট শুক্রবার সকালে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আলী রীয়াজ বলেন, ‘২৮ জুলাই সনদের খসড়া পাঠানো হয়েছে। খসড়া নিয়ে দলের মতামত নেয়া হয়েছে।’কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলেও জানান কমিশনের সহ-সভাপতি।তিনি বলেন, ‘আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বসবে কমিশন। এরপর বাস্তবায়ন নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠক হবে। আশা করা যায়, দ্রুত চূড়ান্ত সনদ দেয়া যাবে।’এর আগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে গত মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।