• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ রাত ১০:১৯:১৯ (29-Jan-2026)
  • - ৩৩° সে:
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, কয়েকশ ঘর পুড়ে ছাই

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, কয়েকশ ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।২০ জানুয়ারি মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ১৬নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পার্শ্ববর্তী শেডগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে।ক্যাম্পের বাসিন্দা সালাম জানান, আগুনের তীব্রতা অনেক বেশি। ধারণা করা হচ্ছে অন্তত ৩০০ ঘর পুড়ে ছাই হয়েছে। কনকনে শীতের মধ্যে গৃহহীন হয়ে পড়া অনেক পরিবার এখন নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে।বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।এর আগে গত ২৬ ডিসেম্বর সকালে ৪নং রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল অগ্নিকাণ্ডে পুড়ে যায় এবং ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়। রোহিঙ্গা ক্যাম্পে ঘনবসতি ও দাহ্য পদার্থের ব্যবহারের কারণে বারবার এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।