• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ বিকাল ০৪:৩৫:০১ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

বোনকে অন্যত্র বিয়ে দেওয়ায় ভাইয়ের অটোরিকশায় আগুন

৩ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৫৪:০৪

সংবাদ ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: কলেজ পড়ুয়া বোনকে অন্য জায়গায় বিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দুই বখাটে যুবক তার ভাইয়ের সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই যুবক ওই তরুণীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন আবার তরুণীর আপন খালাতো ভাই।

Ad

১ নভেম্বর শনিবার দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোরিকশা চালক মনির হোসেন ওই বাড়ির মৃত নুর নবীর ছেলে।

Ad
Ad

ভুক্তভোগী মনির হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা  ২ নভেম্বর রোববার বিকেলে বিষয়টি জানিয়েছেন। মনির হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আগুনে পুড়িয়ে দেওয়া অটোরিকশার মালিক মনির হোসেন জানান, অভিযুক্ত দুই যুবক হলেন- তরুণীর আপন খালাতো ভাই আশ্রাফ উদ্দিন সুজন ও শাহরিয়ার নাজিম।

তরুণীর মা রাহেনা বেগম বলেন, আমার ছোট মেয়ে কলেজে পড়ালেখা করতো। তখন শাহরিয়ার ও আমার বোনের ছেলে সুজন তাকে উত্ত্যক্ত করতো। তারা আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেয়ে রাজি হয়নি। তারা খারাপ প্রকৃতির হওয়ায় ১৫ দিন আগে আমরা আমার মেয়েকে অন্যত্র বিয়ে দিই। এর প্রতিশোধ নিতেই তারা বিভিন্নভাবে আমার মেয়ের ক্ষতি করার পাঁয়তারা করে আসছিল। গত চার দিন ধরে তারা আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল।

তরুণীর বোন ওরিন সুলতানা স্মৃতি জানান, রাতে হঠাৎ করেই কে বা কারা এসে অটোরিকশাটিতে আঘাত করে। ঘর থেকে বের হয়ে তিনি শাহরিয়ার ও সুজনকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিতে দেখেন। বাড়ির সবাই বের হয়ে আসতে দেখে তারা আগুনসহ পেট্রোলের বোতল স্মৃতির দিকে ছুঁড়ে মেরে পালিয়ে যায়। পরে বহু চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ভুক্তভোগী মনির হোসেন বলেন, শাহরিয়ার ও সুজন আমার বোনকে উত্ত্যক্ত করতো। তাদের হাত থেকে রক্ষা পেতে আমার বোনকে অন্যত্র বিয়ে দিয়েছি। তারা এক হয়ে আমার সিএনজি অটোরিকশায় পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে। এটি আমার উপার্জনের একমাত্র মাধ্যম ছিল, এখন আমি নিঃস্ব। আমি এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত দুই যুবকের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, দুর্বৃত্তরা একটি সিএনজি অটোরিকশা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৩:৪৯



সংবাদ ছবি
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০৪:৪৫






Follow Us