সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা পুলিশ।২৯ জানুয়ারি বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে সিলেট মহানগরের তারাপুর চা-বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুল হাবীব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় আবুল কালাম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়।