• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:৫৫:২৯ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:৫৫:২৯ (09-May-2024)
  • - ৩৩° সে:

ইরানে হামলার প্রেক্ষিতে অস্ট্রেলিয়ান নাগরিকদের ইসরাইল ত্যাগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উপর ইসরাইলি হামলার খবরের পর অস্ট্রেলিয়া তার নাগরিকদের ইসরাইল ত্যাগের আহ্বান জানিয়েছে।সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ দেশটির বিদেশ ও বাণিজ্য বিভাগের স্মার্টট্রাভেলার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, “পুরো অঞ্চল জুড়ে ইসরাইল ও ইসরাইলি স্বার্থের বিরুদ্ধে সামরিক প্রতিশোধ এবং সন্ত্রাসী হামলার উচ্চ হুমকি রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে।’১৯ এপ্রিল শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে ইসরাইল বা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে থাকা অস্ট্রেলিয়ানদের চলে যাওয়ার জন্য দেশটির পক্ষ থেকে অনুরোধের কথা জানিয়ে বলা হয়েছে, এর আগে আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল এবং অন্যান্য ভ্রমণ ব্যাঘাতের ঘটনার ব্যাপারেও এ অঞ্চলে থাকা অস্ট্রেলিয়ানদের সতর্ক করা হয়েছিল।ইসরাইলের স্থানীয় সময় ১৯ এপ্রিল শুক্রবার ভোরে সরাসরি ইরানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার মধ্যেই অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ তার নাগরিকদের ইসরাইল ত্যাগের এই আহ্বান জানালো।এর আগে ১৩ এপ্রিল ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে ইরান সরাসরি ইসরাইলি ভূখণ্ডে ওই হামলা চালিয়েছিল।