• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৩১:৪৬ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

বক্সিং ডে টেস্টের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

২৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০৫:৫৯

সংবাদ ছবি
“ফাইল ছবি”

স্পোর্টস ডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে অ্যাশেজের চতুর্থ টেস্ট। সেই টেস্টকে বলা হয় বক্সিং ডে টেস্ট। আর তার জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। স্পিনার টড মারফি এবং পেসার ঝাই রিচার্ডসনকে নতুন করে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

Ad

তৃতীয় টেস্ট জিতে সিরিজ এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্ট জয়ের পর প্যাট কামিন্স বলেছিলেন, চতুর্থ টেস্টে তিনি বিশ্রামে থাকতে পারেন। আর হয়েছেও তাই, তাকে বিশ্রামে রেখে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে ফিরেছেন স্টিভ স্মিথ। যিনি অসুস্থতার কারণে তৃতীয় টেস্ট খেলতে পারেননি।

Ad
Ad

কামিন্সের জায়গায় অস্ট্রেলিয়ার দলে ফেরনো হয়েছে ঝাই রিচার্ডসনকে। সবশেষ ২০২৪ সালের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ছিলেন তিনি, যদিও একাদশে সুযোগ হয়নি তার।

২০১৮-১৯ মৌসুমে টেস্ট অভিষেকের পর তিনটি টেস্ট খেলেছেন রিচার্ডসন। অভিজাত সংস্করণে সবশেষ খেলেছেন ২০২১ সালে। চোটের কারণে ২৯ বছর বয়সি এই পেসারের ক্যারিয়ার বারবার বাধাগ্রস্ত হয়েছে। তিন ম্যাচে তার শিকার ১১ উইকেট।

এদিকে নাথান লায়নকেও স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে। তৃতীয় টেস্টে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন এই অজি স্পিনার। তার জায়গায় দলে নেয়া হয়েছে ২৫ বছর বয়সি স্পিনার টড মারফিকে। অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৭ টেস্ট খেলেছেন মারফি। এই ৭ টেস্টে ২২ উইকেট শিকার করেছেন তিনি।

বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড

স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরুন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মারফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড ও বিউ ওয়েবস্টার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
খোকসায় আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৯:৪৭









Follow Us