স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে এবারের নারী বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু পরের তিন ম্যাচেই হারতে হয়েছে জ্যোতি-মারুফাদের। দ্বিতীয় জয়ের খোঁজে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।
১৬ অক্টোবর বৃহস্পতিবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগ্রেসরা।
বাংলাদেশ একাদশ: রুবিয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শোবহানা মোস্তারি, বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, নিশিতা আক্তার নিশি, ফারিহা তৃষ্ণা।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালিসা হিলি (অধিনায়ক), ফোবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়ারহ্যাম,ডার্সি ব্রাউন, অ্যালানা কিং ও মেগান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available