স্পোর্টস ডেস্ক: অনলাইন জুয়ায় রেফারিদের সম্পৃক্ততা নিয়ে এক অবিশ্বাস্য তথ্য দিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তারা তদন্ত করে দেখে দেশটির শত শত রেফারি অনলাইন জুয়ার সাথে জড়িত ছিলেন। তাই ১৪৯ জন রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে টিএফএফ।

৩১ অক্টোবর শুক্রবার এক বিবৃতিতে টিএফএফ জানায়, ফেডারেশনের শৃঙ্খলা কমিটি তাদের বিরুদ্ধে ৮ থেকে ১২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া আরও তিনজন রেফারির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।


ফেডারেশনের তদন্তে দেখা যায়, তুরস্কের পেশাদার লিগের ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনেরই বিভিন্ন বেটিং সাইটে অ্যাকাউন্ট রয়েছে। যার মধ্যে ১৫২ জন নিয়মিত বাজি ধরতেন। ১০ জন রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন।
এছাড়া একজন রেফারি একাই ১৮ হাজার ২২৭টি ম্যাচে বাজি রেখেছেন। আর ৪২ জন রেফারি ১ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন।
তুরস্কের ফুটবল ফেডারেশন জানায়, অভিযুক্তদের মধ্যে ২২ জন কর্মকর্তা (৭ জন ম্যাচ রেফারি ও ১৫ জন সহকারী) তুরস্কের শীর্ষ লিগে দায়িত্ব পালন করতেন।
টিএফএফ সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগলু বলেন, ‘রেফারিং একটি সম্মানের পেশা। যে এই সম্মান নষ্ট করবে, সে আর কখনো তুর্কি ফুটবলে জড়িত থাকতে পারবে না।’
ঘটনার তদন্তে ইস্তানবুল পাবলিক প্রসিকিউটর অফিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
তুর্কি সংবাদমাধ্যম হাবেরতুর্ক জানিয়েছে, শুধু রেফারিরাই নয়, কিছু ক্লাব ও খেলোয়াড়ের বিরুদ্ধেও তদন্ত চলছে। প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩,৭০০ খেলোয়াড় বর্তমানে তদন্তের আওতায় রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available