• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৫৯:১৮ (27-Aug-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

দেবীগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটক ২

২৭ আগস্ট ২০২৫ সকাল ০৯:১০:১১

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গ্যালান্ডী বাজারের ভবেশ চন্দ্র রায়ের চায়ের দোকানে প্রতিদিনের মতো চলছিল অনলাইন জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হান্নান শেখের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে হাতেনাতে আটক করে জুয়া খেলার সাথে জড়িত ২ জনকে। এসময় উপস্থিত ছিলেন এসআই আমিনুলসহ পুলিশ ও সেনা সদস্যরা।

জানা যায়, তারা নিয়মিত ওই দোকানে বসে জুয়া খেলতেন। তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ফোন, ৩টি কিপ্যাড মোবাইল, ২টি ক্যামেরা, বিভিন্ন কোম্পানির ১৬টি সিম কার্ড, ১টি সিপিইউ এবং ৩টি রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়।

আটকরা হলেন, উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডী এলাকার করুনা কান্তের ছেলে সুমন কুমার রায় ও একই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায়। এদিকে অভিযানের আঁচ করতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই এলাকার অমূল্য রতন রায়ের ছেলে ধনঞ্জয় রায়।

জানা যায়, আটকরা ওই দোকানে নিয়মিত জুয়ার এজেন্ট সাইট ব্যবহার করে জুয়া খেলতেন এবং অন্যদের খেলার জন্য সাইট খুলে দিতেন। প্রতি রাতেই বসত জুয়ার আসর।

পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ‘অভিযানে আটক ২ জুয়ারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মা-মেয়ের
২৭ আগস্ট ২০২৫ দুপুর ১২:৩০:০৫



সংবাদ ছবি
চার দিনের সফরে চীন গেলেন এনসিপির ৮ নেতা
২৭ আগস্ট ২০২৫ সকাল ১১:৫৬:৪৭