• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে অগ্রহায়ণ ১৪৩০ ভোর ০৪:৫৭:০৮ (05-Dec-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে অগ্রহায়ণ ১৪৩০ ভোর ০৪:৫৭:০৮ (05-Dec-2023)
  • - ৩৩° সে:

খেলা

ভারতকে কাঁদিয়ে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয়

১৯ নভেম্বর ২০২৩ রাত ০৯:৫৮:২৩

ভারতকে কাঁদিয়ে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক: ফাইনালে পুরো ভারতকে স্তব্ধ করে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলো অজিরা। ইতিহাসের সর্বোচ্চ ৬ষ্ঠ বিশ্বকাপ জিতলো তারা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ১৯ নভেম্বর রোববার পরিণত হয়েছিল নীলের মহাসমুদ্রে। কিন্তু অস্ট্রেলিয়া ফাইনাল জিতল ৬ উইকেটের ব্যবধানে। ফাইনালে প্রত্যাশিত ব্যাটিং হয়নি ভারতের। পুরো বিশ্বকাপে এদিনই প্রথম চ্যালেঞ্জের মুখে ছিল ভারতের মিডলঅর্ডার। সেবারেই চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হলেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা। পুরো ম্যাচে টানা বাউন্ডারি খরায় ভুগেছেন ভারতীয় ব্যাটাররা। দুই দফা মিলিয়ে টানা ৩৫ ওভার বাউন্ডারির দেখা পাননি ভারতের মিডল অর্ডার। স্বাভাবিকভাবেই রানটা মনমতো হয়নি তাদের।

২৪১ রানের লক্ষ্যে বোলিং যেমন হওয়া দরকার ছিল, ঠিক তেমনই বল করেছে ভারতের বোলাররা। জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ শামিকে শুরুতে সামাল দিতেই পারেনি অজি ব্যাটিং লাইনআপ। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ আর স্টিভেন স্মিথ তিনজনেই পরাস্ত হয়েছেন দূর্বল ফুটওয়ার্ক আর নিজেদের ভুলে। কিন্তু ম্যাচে ভারতের সুখ টিকেছে ওই পর্যন্তই। ট্রাভিস হেড এরপর ভারতের মাথার ব্যাথা বাড়িয়েছেন আর মার্নাস ল্যাবুশেন ছিলেন চীনের প্রাচীর হয়ে। চতুর্থ উইকেট জুটিতে যেন ম্যাচটাকেই ছিনিয়ে নিলেন তারা।

অথচ শুরতেই ওয়ার্নারকে ফিরিয়ে দারুণ সূচনা এনে দিয়েছিলেন শামি। দ্বিতীয় ওভারেই বিরাট কোহলিকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেছেন ফর্মের তুঙ্গে থাকা এই পেসার। দলীয় ১৬ রানেই প্রথম উইকেটের পতন। ভরসা ছিল মিচেল মার্শের উপর। দূর্বল ফুটওয়ার্কের মাশুল দিয়েছেন তিনিও। বুমরাহর বলে উইকেটের পেছনে কেএল রাহুলের হাতে আটকা পড়েছিলেন এই অলরাউন্ডার। স্টিভেন স্মিথ আউট হয়েছেন নিজের আর আম্পায়ারের মিলিত ভুলে। বলের ইম্প্যাক্ট ছিল স্ট্যাম্পের বাইরে। কিন্তু আম্পায়ার আঙুল তুলেছেন। খানিক দ্বিধাদ্বন্দ্বে ভোগা স্মিথও আর রিভিউ নেননি। হাঁটা দিয়েছেন প্যাভিলিয়নের দিকে। এটাই যেন পুরো ম্যাচে ভারতের শেষ উৎসব। এরপর ক্রিজে থাকা হেড আর ল্যাবুশেন কেবল যন্ত্রণাই বাড়িয়েছেন ম্যান ইন গ্রিনদের। তাদের অবিচ্ছিন্ন জুটিতে গ্যালারীতে নেমেছে শ্মশানের নীরবতা।

পুরো ম্যাচে মাত্র একবারই সুযোগ পেয়েছিলো ভারত। বুমরাহর বলে এলবিডব্লিউর আবেদন ফিরিয়ে দেন আম্পায়ার। পরে রিভিউতে দেখা গেল আম্পায়ার্স কল। হতাশায় মুখ ঢাকতে বাধ্য হলেন পুরো দল।

লম্বা এই জুটির পথে সেঞ্চুরি পেয়েছেন ট্রাভিস হেড। ৯৫ বলে স্পর্শ করেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। আর ৯৯ বলে ধৈর্য্যশীল এক ইনিংস খেলে অর্ধশতকের দেখা পেয়েছেন ল্যাবুশেন। ম্যাচটা অবশ্য শেষ করা হয়নি ট্রাভিস হেডের। দলের জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে মোহাম্মদ সিরাজের বলে আউট হয়েছেন তিনি। তবে এর আগেই খেলে ফেলেছেন ১৩৭ রানের ম্যাচজয়ী এক ইনিংস। আর তাতেই ২০১৯ সালে হারিয়ে ফেলা বিশ্বকাপটা আজ আবারও ফিরছে অস্ট্রেলিয়াতে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকায় নিয়োগ দিচ্ছে আড়ং
৪ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৫২:৫৮




রাজশাহীতে হেরোইনসহ আটক ১
৪ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:০১:১০

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৮২
৪ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:০০:৪৬

রংপুরের পীরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ : আটক ১
৪ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৪৫:৪৮



দেশের নদীগুলো বাঁচাতে প্রধানমন্ত্রীর আহ্বান
৪ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১১:৪৬