• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে শ্রাবণ ১৪৩২ রাত ০২:১৪:৫০ (08-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে শ্রাবণ ১৪৩২ রাত ০২:১৪:৫০ (08-Aug-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

যথাসময়ে শোকজ নোটিশের জবাব দিয়েছেন এনসিপির ৫ নেতা

৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৫৪

যথাসময়ে শোকজ নোটিশের জবাব দিয়েছেন এনসিপির ৫ নেতা

নিজস্ব প্রতিবেদক: যথাসময়ে দলীয় শোকজ নোটিশের জবাব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতা।

৭ আগস্ট এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শোকজ নোটিশের প্রেক্ষিতে  শোকজের জবাব নেতৃবৃন্দ যথাসময়ে আহবায়ক ও সদস্যসচিব বরাবর প্রদান করেছেন। এই সংক্রান্ত বিষয়ে আহবায়ক ও সদস্য সচিব পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রয়োজনীয় ক্ষেত্রে তা মিডিয়াকে জানানো হবে।

এর আগে, এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, সফর সম্পর্কে ‘রাজনৈতিক পর্ষদ’কে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

শোকজ হওয়া ৫ শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নারায়ণগঞ্জ আরও ৪ জন ডেঙ্গু আক্রান্ত
৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০২:৫০