• ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ১২:২৪:০১ (24-Nov-2025)
  • - ৩৩° সে:

স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন যেভাবে

২৪ নভেম্বর ২০২৫ দুপুর ১২:০০:৩৭

সংবাদ ছবি

অনলাইন ডেস্ক: ২১ নভেম্বর শুক্রবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭, উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এরপরেও ২২ নভেম্বর শনিবার সকালে একটি ও বিকেলে ২ টি ভূকম্পন অনুভূত হয়েছে। এতে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে।

Ad

প্রাকৃতিক দুর্যোগের অনেক ক্ষেত্রে আগাম সতর্কবার্তা পাওয়া গেলেও ভূমিকম্পের আগাম পূর্বাভাস পাওয়া সম্ভব নয়। তবে ভূপৃষ্ঠে কম্পন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু প্রযুক্তিনির্ভর সিস্টেম ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাতে সক্ষম। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমসহ আরও কয়েকটি অ্যাপ রয়েছে।

Ad
Ad

গুগল আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম:
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ভূমিকম্পের সময় দ্রুত সতর্ক করতে ২০২০ সালে এই সিস্টেম চালু করে গুগল। স্মার্টফোনে থাকা ক্ষুদ্র অ্যাক্সিলোমিটার সেন্সর ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত করে গুগলের সার্ভারে পাঠায়, এরপর আশপাশের ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পৌঁছে দেয়া হয়।

গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমটি ভূমিকম্পের উৎস, মাত্রা এবং নিকটবর্তী অবস্থান জানায় এবং নিরাপদে অবস্থান করার পরামর্শ দেয়।

অ্যান্ড্রয়েড ফোনে সতর্কবার্তা চালু করতে:
১. ফোনের Settings এ যান
২. Safety and Emergency অপশনে প্রবেশ করুন
৩. Earthquake Alerts নির্বাচন করে সক্রিয় করুন

মাই আর্থকোয়েক অ্যালার্টস:
বিশ্বজুড়ে এক কোটির বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে জনপ্রিয় এই অ্যাপটি। এটি একটি ভূমিকম্প মনিটরিং অ্যাপ। যেখানে তাৎক্ষণিক কম্পন, পূর্ববর্তী ভূমিকম্পের রেকর্ডসহ বিভিন্ন তথ্য পাওয়া যায়।

মাইশেক অ্যাপ:
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের গবেষকেরা তৈরি করেছেন মাইশেক অ্যাপ। স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে অ্যাপটি রিয়েল-টাইম ভূমিকম্প শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করে। পাশাপাশি অ্যাপটি নাগরিকদের তথ্য সংগ্রহে অংশ নিতে দেয়, যা বৈজ্ঞানিক গবেষণায় কাজে লাগে।

মাইশেক বর্তমানে প্রায় ১০ লাখ মানুষের ব্যবহৃত একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এটি বিনামূল্যেও ডাউনলোড করা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রাঙামাটিতে আবারও ভারতীয় সিগারেট জব্দ
২৪ নভেম্বর ২০২৫ সকাল ১১:৩৯:২৯


সংবাদ ছবি
সৌদিতে মৃদু ভূমিকম্প, কেঁপে উঠল ইরাকও
২৪ নভেম্বর ২০২৫ সকাল ১১:২৯:০৯


সংবাদ ছবি
বড়াইগ্রামে জাল নোট চক্রের দুই সদস্য আটক
২৪ নভেম্বর ২০২৫ সকাল ১১:০০:৪৬



সংবাদ ছবি
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৪ নভেম্বর ২০২৫ সকাল ১০:১৩:২৪



Follow Us