স্পোর্টস ডেস্ক: মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে পারছেন না। ভারতে চলমান বাংলাদেশ বিরোধী মনোভাবের কারণে পরিস্থিতি ক্রমেই বৈরী হয়ে উঠছে। এ অবস্থায় বাংলাদেশ তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর কথা ভাবছে।

এই খবরের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই বলেছে, এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন হবে। তারা একে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’ বলে উল্লেখ করেছে।


মোস্তাফিজুর রহমান ও আইপিএল বিতর্কের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চিঠিতে ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার অনুরোধ থাকবে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। বাংলাদেশ গ্রুপ ‘এ’-তে আছে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে।
বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায়, আর একটি মুম্বাইয়ে। তবে বিসিসিআই মনে করে, এখন সূচি বদলানো প্রায় অসম্ভব। পিটিআইকে একটি সূত্র জানায়, ‘কারও ইচ্ছেমতো ম্যাচ বদলানো যায় না। এটি লজিস্টিক দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলের বিমান, হোটেল সব বুক করা।’
সূত্র আরও জানায়, ‘প্রতিদিন তিনটি করে ম্যাচ আছে, তার একটি শ্রীলঙ্কায়। সম্প্রচার দলও জড়িত। তাই বলা সহজ, করা কঠিন।’
পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর। আইপিএল ২০২৬-এর আগে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর তাকে দলে রাখেনি। ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া মোস্তাফিজকে ছাড়তে হয় ‘সাম্প্রতিক পরিস্থিতি’ বিবেচনায়।
এরপর শনিবার রাতে জরুরি বৈঠক করে বিসিবি। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশেও বিষয়টি আইসিসির কাছে তোলা হচ্ছে। সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারলে জাতীয় দল বিশ্বকাপ খেলতে নিরাপদ বোধ করবে না। তাই ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করছি।’
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলবে। ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ হবে মুম্বাইয়ে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available