• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ বিকাল ০৪:২০:০৪ (05-Jan-2026)
  • - ৩৩° সে:

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা, নেই শান্ত–জাকের

৪ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪০:৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা, নেই শান্ত–জাকের

স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের। উইকেটকিপার হিসেবে লিটন কুমার দাসের সঙ্গে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে।

Ad

৪ জানুয়ারি রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড প্রকাশ করে বিসিবি। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সহ-অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।

Ad
Ad

টপ অর্ডারে লিটন ও সাইফের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে দলের ভরসা হিসেবে থাকছেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি।

পেস আক্রমণে রাখা হয়েছে পরিচিত চার মুখ মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার
দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার
৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:১২:৪৭



Follow Us