ক্রীড়া ডেস্ক: জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে তোলপাড় চলছে বাংলাদেশ ক্রিকেটে। সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে এমন অভিযোগ এনে তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বিষয়টি জানালেও কোনো প্রতিকার পাননি।

জাহানারার অভিযোগের পর মুখ খুলেছেন আরও কয়েকজন নারী ক্রিকেটার। সামনে এসেছে দলীয় বিভাজন ও সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের কথাও। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবি।


৮ নভেম্বর শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, জাহানারার অভিযোগসহ জাতীয় নারী দলের আচরণবিধি লঙ্ঘনসংক্রান্ত সব ইস্যু তদন্তে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
কমিটির কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। অন্য দুই সদস্য হলেন— বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
বিসিবি জানিয়েছে, অনুসন্ধান কমিটি দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু করবে এবং তদন্ত শেষে বোর্ডে প্রতিবেদন দেবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available