চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসদনে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের ‘দাঁড়িপাল্লা’ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ জামায়াত কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী ও এনসিপি-এর স্থানীয় নেতৃবৃন্দ এই সভায় অংশ নেন।


পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সভায় দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর নায়েবে আমীর কাজী এয়াছিন মজুমদার, ডা. মঞ্জুর আহমেদ সাকি, জামায়াত নেতা শাখাওয়াত হোসেন শামীম, পৌর যুব বিভাগের সেক্রেটারি আবদুল্লাহ মো. মাসুম এবং উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী।
এনসিপি-এর পক্ষে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য সুফিয়ান রায়হান, সমন্বয়কারী হুমায়ন কবির মজুমদার, যুগ্ম সমন্বয়কারী মামুন মজুমদার, সদস্য হানিফ পাটোয়ারী, খালেদ রায়হান, আরিফুল ইসলাম, ইমাম হোসেন টিপু, শিহাব উদ্দিন নিরব ও সালমান বাদশা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করা এবং চৌদ্দগ্রাম আসনে জাতীয় নেতা ডা. তাহেরের বিজয় নিশ্চিত করতে জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available