• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে কার্তিক ১৪৩১ সকাল ১১:১৫:৫০ (13-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৯শে কার্তিক ১৪৩১ সকাল ১১:১৫:৫০ (13-Nov-2024)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামায়াতের বিক্ষোভ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২২ অক্টোবর মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি এশিয়া প্লাজা থেকে শুরু হয়ে বিবিরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড চত্বরে এক সমাবেশে মিলিত হয়।থানা অফিস সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মাওলানা ইউছুফ বিন সিরাজ। এতে আরো বক্তব্য রাখেন নাজিম উদ্দিন ইমু, নবির হোসেন মাসুদ, সাইরান কাদের চৌধুরী, গাজী বেলাল, অ্যাডভোকেট আমিন উল্লাহ ও ইব্রাহিম খলিল  সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী শক্তির উত্থান ও পুনবার্সন ঠেকাতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও ফটিকছড়ির চিহ্নিত আওয়ামী অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান।