• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ রাত ০৮:২৩:১৫ (09-Nov-2025)
  • - ৩৩° সে:

ঢাকা-১০ আসন থেকেই নির্বাচন করবো: আসিফ মাহমুদ

৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তী সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকেই নির্বাচন করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Ad

৯ নভেম্বর রোববার কুমিল্লা-৩ আসনের বদলে ঢাকা-১০ আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

Ad
Ad

আসিফ মাহমুদ বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা। কারণ, ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে, ২০১৮ ও ২০২৪ সালে। আপনারা সবাই জানেন এই সময়ে কেউ ভোট দিতে পারেনি। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করলাম।

ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কোথা থেকে করবো এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ঢাকা থেকেই করবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তারপরও দেখা যাক কী হয়। আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখলো কি রাখলো না, সেটি আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেবো।

ভোটার এলাকা পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, আমার সরকার থেকে পদত্যাগ করে ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে। তাই যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়া।

কবে নাগাদ পদত্যাগ করতে পারেন এমন প্রশ্নে তিনি বলেন, নিশ্চিতভাবেই বলছি আমি নির্বাচন করবো। তবে কবে নাগাদ পদত্যাগ করবো সেটি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বসে সিদ্ধান্তের ওপর অনেকটাই নিভর করছে। আলোচনা করে সে বিষয়ে দ্রুতই জানাবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড পেলো ২৬ উদ্যোগ
৯ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:০৯



সংবাদ ছবি
রিয়েলমি সি৮৫ প্রো’র বিক্রি শুরু
৯ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৪:০৫

সংবাদ ছবি
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১১৯৫
৯ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৩:০২




Follow Us