হিটলিস্টে আছেন আরও অনেকে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশকে নেতৃত্বহীন করার উদ্দেশ্যে ২০২৪ সালের পরাজিত শক্তিরা অভ্যুত্থানের নেতাদের টার্গেট করছে। এরই অংশ হিসেবে ওসমান হাদির ওপর গুলি চালানো হয়েছে। তিনি দাবি করেন, হিটলিস্টে আরও অনেকের নাম রয়েছে।১৪ ডিসেম্বর রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।আসিফ মাহমুদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রাপ্তির পরিমাণ হয়তো প্রত্যাশার তুলনায় কম, তবে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্র প্রতিষ্ঠা ও রক্ষার সংগ্রাম এখনো অব্যাহত রয়েছে।তিনি বলেন, একাত্তরে পাকিস্তানি বাহিনী যেমন পরিকল্পিতভাবে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, ঠিক তেমনি ২০২৪ সালের পরাজিত শক্তিরাও দেশকে নেতৃত্বহীন করতে অভ্যুত্থানের নেতৃত্বদের টার্গেট করছে। হাদির ওপর হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ।তিনি আরও বলেন, একাত্তরে যেমন পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা সফল হয়নি, তেমনি এবারও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ষড়যন্ত্র সফল হবে না।