ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে জামায়াতের নীতি-নির্ধারণী ফোরাম। তবে আসন সমঝোতার অংশ হিসেবে ফাঁকা রাখা ৪৭টি আসনের বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে না জামায়াতসহ ১০ দলীয় জোট।

আজ ১৭ জানুয়ারি শনিবার সকাল ১০টায় ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসবেন দলটির নির্বাহী পরিষদের সদস্যরা এবং আসন সমঝোতার দায়িত্বপ্রাপ্ত নেতারা। এ বৈঠক শেষে ১০ দলীয় জোটের লিঁয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার কথাও রয়েছে।


এর আগে গত বৃহস্পতিবার রাতে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১০ দল ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেয়। একই সঙ্গে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে।
তবে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয়। পাশাপাশি বাকি ৩২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টি ব্যতীত সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থন দেওয়ার কথাও জানায় দলটি।
এদিকে, একাধিক সূত্র জানিয়েছে, আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গেও ১০ দলীয় জোটের নেতারা বৈঠকে বসতে পারেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দলটিকে ১১ দলীয় জোটে রাখার চেষ্টা চালানো হবে। শেষ পর্যন্ত সমঝোতা না হলে, ফাঁকা রাখা ৪৭টি আসনে পরবর্তী আলোচনার ভিত্তিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ১০ দলীয় জোট।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available