• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ দুপুর ০১:০৮:৩৯ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

দুঃখ প্রকাশ করলেন জামায়াতের প্রার্থী আমির হামজা

১৭ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৩০:২৪

দুঃখ প্রকাশ করলেন জামায়াতের প্রার্থী আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে দেয়া বক্তব্যের জন্য আবারও দুঃখ প্রকাশ করেছেন।

Ad

১৬ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি জানান, আলোচিত ওই বক্তব্যটি সাম্প্রতিক নয়; এটি ২০২৩ সালের। সে সময়েই তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন। এখন আবারও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন।

Ad
Ad

ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন। সে কারণে তখনই তিনি দুঃখ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পুরোনো ওই বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচারের চেষ্টা করছেন। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে তারা নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও সম্মান দেখাননি। এ ক্ষেত্রে প্রকৃত অপরাধী কারা- তা নিয়ে সবাইকে চিন্তা করার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে আমির হামজা মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শীতে খেজুরের রস আর নিপাহ ভাইরাসের মরণফাঁদ
শীতে খেজুরের রস আর নিপাহ ভাইরাসের মরণফাঁদ
১৭ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩১:১৫


ঝড় তোলা সেই গানের ভিউ ১০০ কোটি ছাড়িয়েছে
ঝড় তোলা সেই গানের ভিউ ১০০ কোটি ছাড়িয়েছে
১৭ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১৭:২৪






Follow Us