নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বহিষ্কারের বিষয়টি জানা যায়। যার মধ্যে এক শিক্ষার্থীকে এক বছর এবং বাকি চার শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।


বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্বর্ণা আক্তার, বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিপ্রা রায়, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যারিন বিনতে মকবুল ইকফা, ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার হাসান শায়েফী ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসরাত হোসেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, টার্ম পরীক্ষা চলাকালীন সময়ে দোষণীয় কাগজপত্র (নকলের উপাদান) সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখা এবং পর্যবেক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে প্রধান পর্যবেক্ষক আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্বর্ণা আক্তারের সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিলসহ পরীক্ষার হল থেকে বহিষ্কার করে এবং শৃঙ্খলা বোর্ড এর সিদ্ধান্তক্রমে উক্ত শিক্ষার্থীর এই পত্রের পরীক্ষা বাতিলসহ ঐ দিন থেকে পরবর্তী এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তি হতে আরও জানা যায়, টার্ম পরীক্ষা চলাকালীন সময়ে দোষণীয় কাগজপত্র (নকলের উপাদান) সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখার কারণে প্রধান পর্যবেক্ষক বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিপ্রা রায়, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যারিন বিনতে মকবুল ইকফা, ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার হাসান শায়েফী ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসরাত হোসেনের সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিলসহ তাদের পরীক্ষার হল থেকে বহিষ্কার করে এবং শৃঙ্খলা বোর্ড এর সিদ্ধান্তক্রমে উক্ত শিক্ষার্থীর এই পত্রের পরীক্ষা বাতিলসহ ঐ দিন থেকে পরবর্তী ছয় মাসের অন্য বহিষ্কার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available