• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ বিকাল ০৪:১৯:১০ (05-Jan-2026)
  • - ৩৩° সে:

ভোলা-৪ আসনে বিএনপি-জামায়াতসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:১১:৫৬

ভোলা-৪ আসনে বিএনপি-জামায়াতসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে এ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

Ad

৪ জানুয়ারি রোববার দুপুর ১২টায় ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান ফলাফল ঘোষণা করেন।

Ad
Ad

মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. মোস্তফা কামাল, জাতীয় পার্টি (জাপা) থেকে মো. মিজানুর রহমান, আম জনতার দল থেকে জালাল উদ্দিন রুমি এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন থেকে আবুল কালাম।

অন্যদিকে সম্পদের বিবরণীতে আয়কর রিটার্ন সংক্রান্ত গড়মিল থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া সমর্থকদের ভোটার তালিকায় ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ভোলা-৪ সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ এবং ২ জনের মনোনয়ন বাতিল করা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার
দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার
৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:১২:৪৭



Follow Us