• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৩:৩৮ (29-Jan-2026)
  • - ৩৩° সে:

গুলশান সেন্টার পয়েন্টে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:১১:২১

গুলশান সেন্টার পয়েন্টে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : উচ্চ ভবনে অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি জোরদার করতে ইউনাইটেড সিটি টুইন টাওয়ার ডেভেলপারস লিমিটেডের গুলশান সেন্টার পয়েন্টে (জিসিপি) একটি অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৭ জানুয়ারি, মঙ্গলবার ওই মহড়া অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এতে সহযোগিতা করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।

মহড়ার লক্ষ্য ছিল অগ্নি প্রতিরোধ ব্যবস্থা পর্যালোচনা, অগ্নিনির্বাপণ দক্ষতা বৃদ্ধি এবং উচ্চ ভবনে উদ্ধার ও নিরাপদে লোকজনকে সরিয়ে নেওয়ার কার্যক্রম অনুশীলন করা। মহড়ায় বাস্তব পরিস্থিতি অনুকরণ করে বিভিন্ন আধুনিক অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম ব্যবহার করা হয়।

এ সময় উঁচু ভবনে উদ্ধারকাজের জন্য টার্নটেবিল ল্যাডার, পানি বহনকারী ও পানি পাম্পের যান, অ্যাম্বুলেন্স এবং রশি ব্যবহার করে নামানোর (র্যাপেলিং) ব্যবস্থা প্রদর্শন করা হয়।

অনুশীলনের অংশ হিসেবে আহত ও চলাচলে অসুবিধা রয়েছে—এমন ব্যক্তিদের ট্রলি, হুইলচেয়ার এবং হাতে বহনের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও দেখানো হয়।

মহড়াটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বারিধারা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের ফায়ার মার্শাল প্রকৌশলী মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘নিয়মিত অগ্নি মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি যাচাই, ভবনে অবস্থানকারীদের সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় অগ্নিনিরাপত্তা বিধিমালা অনুসরণ নিশ্চিত করা হয়।’

গুলশান সেন্টার পয়েন্ট একটি বহুতল বাণিজ্যিক ভবন, যেখানে প্রতিদিন ২ হাজার পাঁচ শতাধিক মানুষ কাজ করেন। দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় থাকা এই ভবনে মহড়ার সময় নিরাপত্তা ও ভবন ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্তদের পাশাপাশি ভবনে থাকা অন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।

ফায়ার সার্ভিস ও ভবন ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা মহড়ার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, এ ধরনের অনুশীলন উচ্চ ভবনে জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে এবং কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us