• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২০:৫৫ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরটি গুজব: এনসিপি

২৪ অক্টোবর ২০২৫ সকাল ০৮:০১:২২

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরটি গুজব: এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্রও জমা দিয়েছেন বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে।

Ad

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরটি ভিত্তিহীন ও অসত্য। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে দলের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টির নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্বও পালন করছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেয়ার খবরটি সম্পূর্ণ সঠিক নয়।

এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই নয়। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







চাঁদপুর মতলব উত্তরে ইয়াবাসহ ভাই-বোন আটক
চাঁদপুর মতলব উত্তরে ইয়াবাসহ ভাই-বোন আটক
৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১১:০২



এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৫৯:১৫


Follow Us