নিজস্ব প্রতিবেদক: শাপলা প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সিইসির বক্তব্য নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই মন্তব্য করেন হাসনাত।
রাজনৈতিক দলকে ‘শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার কারণ ব্যাখ্যা করা হবে না’ বলে মন্তব্য করেছেন সিইসি। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হাসনাত বলেন, ‘কারণ উপরের অনুমতি নেই। উত্তর দিক থেকে সিগন্যাল নেই। ’
এই পোস্টে ‘উপরের অনুমতি’ ও ‘উত্তরের সিগন্যাল’ বলতে হাসনাত কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি।
এর আগে বুধবার নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করে ‘নৌকা প্রতীক’ স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে সে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি শাপলা প্রতীক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available