• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:৫১:৩৮ (26-Jan-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ধানের শীষের প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চুর আনুষ্ঠানিক গণসংযোগ শুরু

২৬ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:০৩:১৮

গাজীপুরে ধানের শীষের প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চুর আনুষ্ঠানিক গণসংযোগ শুরু

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।

Ad

২৫ জানুয়ারি রোববার বিকেলে শ্রীপুর উপজেলার নিজ গ্রাম আনসার টেপির বাড়ি বাজার এলাকা থেকে তিনি এই কার্যক্রমের সূচনা করেন।

Ad
Ad

প্রচারণা শুরুর সময় তার সঙ্গে শ্রীপুর উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

গণসংযোগ চলাকালে ডা. রফিকুল ইসলাম বাচ্চু নিজে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কুশলাদি বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি লিফলেট বিতরণের পাশাপাশি স্থানীয় মুরব্বিদের দোয়া ও তরুণ ভোটারদের সমর্থন প্রার্থনা করেন। 
স্থানীয় বাসিন্দারা জানান, প্রার্থীর সরব উপস্থিতিতে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে এবং তারা তাকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. রফিকুল ইসলাম বাচ্চু তার নির্বাচনী লক্ষ্য ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। তিনি বলেন:​ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং শ্রীপুর-মাওনা এলাকার অবকাঠামোগত উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে এই এলাকাকে একটি আধুনিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলব।"

তিনি আরও বলেন, এলাকার মাদক নির্মূল, বেকার সমস্যা সমাধান এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছেন।

প্রচারণা শেষে তিনি নেতাকর্মীদের নিয়ে বাজারের বিভিন্ন মোড়ে সংক্ষিপ্ত পথসভা করেন এবং নির্বাচনের শেষ দিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রচার কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us