• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:৫২:০৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:৫২:০৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

শিবচরে ফেসবুকে পোস্ট করার অপরাধে সাংবাদিকের উপর হামলা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ফেসবুকে পোস্ট করার অপরাধে এক সাংবাদিকের উপর অতর্কিত হামলা করার অভিযোগ উঠেছে।২০ এপ্রিল রোববার রাত ১১ দিকে উপজেলার মাদবরচর এলাকার চিতাখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ওই সাংবাদিকের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অপরাধীরা। পরে পুলিশ এসে ওই সাংবাদিককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করে।স্থানীয় ও ভুক্তভোগী ওই সাংবাদিক সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা বিএনপির যু্গ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর ছবি সম্মিলিত একটি ব্যানার শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল মুন্সি উপজেলার পাঁচ্চরে গার্লস স্কুলের সামনে টাঙায়। ব্যানারটি নিচু স্থানে হওয়াতে সেই ব্যানারে পথচারীরা বিভিন্ন সময়ে অসাবধানতাবশত আঘাতপ্রাপ্ত হয় এমন একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে গত ১৭ এপ্রিল গ্লোবাল টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম প্রচার করে।এই ঘটনার জের ধরেই মাদবরচরের চিতা খোলা নামক স্থানে পূর্বপরিকল্পিতভাবে রুবেল মুন্সির নেতৃত্বে ওই সাংবাদিকের উপর হামলা এবং অবরুদ্ধ করে রাখা হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শিবচর সহ মাদারীপুরের কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।রুবেল মুন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী বলেন, আমার সমর্থক বড় কথা নয়, অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যে কেউ নিতে পারে। আমি অত্যন্ত ক্লিন ইমেজের মানুষ। আমি উচ্ছৃঙ্খলতা পছন্দ করি না, এটা শিবচরের সবাই জানে।এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক এম এ কাইয়ুম জানান, আমি এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমি দোষীদের বিরুদ্ধে মামলা করার জন্য থানায় এসেছি।শিবচর থানার ওসি মো. রতন শেখ পিপিএম জানান, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে ওই সাংবাদিককে উদ্ধার করে শিবচর হাসপাতালে ভর্তি করেছি। আহত সাংবাদিক আমাদের কাছে অভিযোগ দিবে বলে জানিয়েছে। আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করব।