রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, জিয়া পরিবার রাঙ্গুনিয়ার বিষয়ে যে সিদ্ধান্ত দেবে, আমি তা মাথা পেতে নেবো। দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তাকেই মেনে নেবো। আশা করি, বাকীরাও একই প্রতিশ্রুতি দেবেন। কারণ আমাদের লক্ষ্য বিএনপিকে সংসদে পাঠানো। গ্রুপিংয়ের রাজনীতি করে বিএনপিকে দুর্বল করবেন না।
১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘১৬ বছর ধরে বেঁচে থাকতে আওয়ামী লীগকে চাঁদা দিতে হয়েছে। এখনো বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদা চাইলে প্রমাণ পেলেই বহিষ্কার করা হবে।’
বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতিচারণ করে হুম্মাম কাদের বলেন, রাঙ্গুনিয়ার মানুষের ভালোবাসায় তিনি নিজেকে ঋণী মনে করেন।
সভায় সভাপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি। সঞ্চালনা করেন আবদুল করিম চৌধুরী, দিদারুল আলম ও দেলোয়ার হোসেন।
এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপি নেতা শওকত আলী নূর, এ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, নিজামুল হক চৌধুরী, হাজী ইলিয়াস সিকদার, হেলাল উদ্দিন শাহ, একতিয়ার হোসেন, ইউসুফ চৌধুরী, ভিপি আনছুর উদ্দিন, মাকসুদুল হক চৌধুরী, পারভেজ মোশাররফ, ফারুকুল ইসলাম, আবু বক্কর, হেলাল উদ্দিন আহমেদদ, মো. আইয়ুর, সৈয়দ নূর, রফিকুল ইসলাম, নুরুল আবছার মেম্বার, আবদুল মান্নান, এস এম ইফতেখার রুবেল, সেকান্দার হোসেন, ফরিদুল আবছারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available