• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩২ বিকাল ০৪:৫৫:১৪ (09-Jan-2026)
  • - ৩৩° সে:

পে-স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত

৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০৭

পে-স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত

নিজস্ব প্রতিবেদক : নবম জাতীয় পে-স্কেলের সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব উত্থাপন করেছে পে-কমিশন। এই তিন প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

Ad

৮ জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি।

Ad
Ad

পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, ফজলুল করিম, মোসলেম উদ্দীন, সদস্য সচিব ফরহাদ সিদ্দিক ছাড়াও খণ্ডকালীন সদস্যরা উপস্থিতি ছিলেন।

পে-কমিশনের একজন সদস্য জানান, সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব ২১ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে।

সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি এখনো ফাইনাল করা যায়নি। বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে। এগুলো কেমন হবে তা এখনো চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়ে চূড়ান্ত কোনো প্রস্তাবনা আসেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
৯ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২৩:৩৭









Follow Us