• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৮:৩৪ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

২৩ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১২:৫৮

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশে ভবিষ্যতের সব নির্বাচনের জন্য মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Ad

২২ জানুয়ারি বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

সাক্ষাতে উভয় পক্ষ আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের অনুমোদিত শ্রম আইন, প্রস্তাবিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন।

অধ্যাপক ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান পররাষ্ট্রনীতি উদ্যোগ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে–আসিয়ান সদস্যপদ অর্জন এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে সার্ক পুনরুজ্জীবনের প্রচেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য উন্নয়ন সহযোগী নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে বলে আশা প্রকাশ করেন।

অধ্যাপক ড. ইউনূস বলেন, এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে এবং ভবিষ্যতে ভালো নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, নির্বাচনে যেই জয়ী হোক না কেন, তার সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন।

মার্কিন রাষ্ট্রদূত নতুন শ্রম আইন এবং চলমান বাণিজ্য আলোচনায় অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণ ঢাকা–ওয়াশিংটন আলোচনার মূল স্তম্ভ।

অধ্যাপক ড. ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশি পণ্যের শুল্ক হ্রাসের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, চলমান আলোচনায় আরও শুল্ক কমবে।

প্রধান উপদেষ্টা কক্সবাজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা মুসলিমকে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানান।

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশের কৌশলগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ আসিয়ান সদস্যপদ অর্জনের জন্য কাজ করছে এবং ইতোমধ্যে আঞ্চলিক জোটের সঙ্গে সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপে আবেদন করেছে।

তিনি আরও বলেন, গত ১৮ মাসে সার্ক পুনরুজ্জীবনের প্রচেষ্টা চালিয়েছেন এবং আশা প্রকাশ করেন পরবর্তী সরকার এই উদ্যোগ অব্যাহত রাখবে।

সাক্ষাতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভিসা নিষেধাজ্ঞা, যা বাংলাদেশসহ ৭৫টি দেশের ওপর আরোপিত, সে বিষয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
২৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০১:০০

১২ কোটি ৭৭ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ
১২ কোটি ৭৭ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ
২৩ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৫৬:১৭




জাতির সংকটকালে ঐক্যের আহ্বান জামায়াত আমিরের
জাতির সংকটকালে ঐক্যের আহ্বান জামায়াত আমিরের
২৩ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৭:৩২


Follow Us