নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচিত হলে তিনি দশ টাকার জন্যও কারও কাছে যাবেন না। সাধারণ মানুষ, বিশেষ করে দোকানদার ও খেটে খাওয়া মানুষেরা বিষয়টি ভালোভাবেই জানেন বলে মন্তব্য করেন তিনি।

২৩ জানুয়ারি শুক্রবার কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে প্রচারণার দ্বিতীয় দিনে দেবীদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।


এদিন ভোর থেকেই নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন হাসনাত আব্দুল্লাহ। সকালে দেবীদ্বার নিউমার্কেট মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তিনি ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন।
উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘হয়তো মানুষ প্রকাশ্যে অন্য দলের কর্মসূচিতে যাবে, অন্য দলের মার্কা নিয়ে মিছিল দেবে। কিন্তু গোপনে এসে আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ। কারণ তারা জানে, আমাকে দিয়ে কোনো চাঁদাবাজি বা দুর্নীতি সম্ভব নয়।’
তিনি দাবি করেন, গত দেড় বছরে তিনি কিংবা তার কোনো কর্মী কারও কাছে অর্থ দাবি করেননি কিংবা কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন না। ‘গত দেড় বছরে আমি বা আমার লোক এক পয়সার জন্যও কারও কাছে যায়নি, কেউ বাজার দখল করতে যায়নি,’ বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বেকার যুবক, কর্মজীবী মানুষ, রেমিট্যান্স যোদ্ধা এবং কল-কারখানায় শ্রম দিয়ে জীবিকা নির্বাহকারী মানুষের একজন প্রকৃত প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচিত হবেন- এমন প্রত্যাশা তার রয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, কুমিল্লা-৪ আসনে নির্বাচনের আগে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ভোটের সমীকরণে পরিবর্তন এসেছে। এই পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উঠান বৈঠক, গণসংযোগ ও মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available