• ঢাকা
  • |
  • রবিবার ২১শে পৌষ ১৪৩২ বিকাল ০৪:৪৩:২০ (04-Jan-2026)
  • - ৩৩° সে:

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই : পররাষ্ট্র উপদেষ্টা

৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:১৮

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Ad

৩ জানুয়ারি শনিবার মুন্সীগঞ্জে সরকারি দফতর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Ad
Ad

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয়।

এ সময় শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই। বিচার সময় বেঁধে হয় না। তারপরও সরকারের সার্বিক চেষ্টা থাকবে আসামিদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার।

তৌহিদ হোসেন বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার চেষ্টা চলছে। তবে, এখনও আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না আসামিরা কোথায় আছে। আমরা ইনডিগেশান পেয়েছি তারা সমম্ভত পার হয়ে গেছে। খুব সুনির্দিষ্ট জায়গা যদি চিহ্নিত করা যেতো তাহলে বলা যেতো ভারতেই আছে তারা।

এর আগে, শনিবার সকাল ১১টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

এরপর বেলা ১২টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সীমান্ত এলাকা থেকে বিদেশি মদসহ আটক ২
সীমান্ত এলাকা থেকে বিদেশি মদসহ আটক ২
৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২১:২৮




এলপি গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা
এলপি গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা
৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৬:০৯


ফুলবাড়ীতে ৩ ট্রলি চালকের কারাদণ্ড
ফুলবাড়ীতে ৩ ট্রলি চালকের কারাদণ্ড
৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৭:৩৮





Follow Us