• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ রাত ১০:৫৯:৩৯ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

কোনো চাপে নতিস্বীকার করবে না সরকার : শিক্ষা উপদেষ্টা

২৩ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৮:৫৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক :  নির্বাচন বানচাল করতে একটি মহল সহিংসতা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি বলেছেন, কোনো চাপের কাছে নতিস্বীকার না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে সরকার। 

Ad

২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারের সাথে দেখা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব মন্তব্য করেন। 

Ad
Ad

শিক্ষা উপদেষ্টা বলেন, কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।

শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, দিপু হত্যায় যারা দায়ী তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। সরকার দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us