• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই মাঘ ১৪৩২ ভোর ০৫:৪৬:০৯ (28-Jan-2026)
  • - ৩৩° সে:

সাংবাদিক সাজুর ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

৩১ আগস্ট ২০২৫ দুপুর ১২:২৭:৫৬

সাংবাদিক সাজুর ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজুর ওপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

৩১ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় পৌর সভার সামনে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সাংবাদিকরা।

Ad
Ad

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদেকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক এম আর রকি, কাজী স্বাধীন আব্বাস আলি, মেহেদী হাসান অন্তর, রাশেদুল ইসলাম রাশেদ, আসাদুজ্জামান নাদু, মাহাবুব আলম রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক এ.কে সাজুর উপর হামলাকারী দলিল লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রতিটি সরকারি অফিসই একটি নির্দিষ্ট নিয়মে চলে। কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল।

বক্তারা আরও বলেন, মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার মুক্তি আরা যে দলিলগুলো সম্পাদন করেছেন, সেগুলো নিয়মবহির্ভূত। তাই মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান তারা।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এ কে সাজুর ওপর দলিল লেখক চক্রের সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তারা তার ক্যামেরা, মোবাইল ফোন ও আইডি কার্ড ছিনিয়ে নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
২৭ জানুয়ারী ২০২৬ রাত ০৯:৪৮:২১




আঘাত এলে এখন থেকে পাল্টা আঘাত : নাহিদ ইসলাম
আঘাত এলে এখন থেকে পাল্টা আঘাত : নাহিদ ইসলাম
২৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২২







Follow Us