• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩২ সকাল ১১:২০:৫২ (12-Jan-2026)
  • - ৩৩° সে:

সদরপুরে সাংবাদিকদের নতুন সংগঠনের যাত্রা শুরু

১২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৯:৫৫

সদরপুরে সাংবাদিকদের নতুন সংগঠনের যাত্রা শুরু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নবগঠিত সাংবাদিক সংগঠন ‘সদরপুর প্রেস’-এর উদ্বোধন করা হয়েছে। ১১ জানুয়ারি রোববার বিকেল ৪টায় সদরপুরস্থ ন্যাশনাল প্রাইভেট হাসপাতালের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Ad

সদরপুর প্রেসের সভাপতি ফৌজিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে সংগঠনের উদ্বোধন ঘোষণা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন।

Ad
Ad

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ‘একটি অঞ্চলের উন্নয়ন ও জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের দর্পণ। সদরপুর প্রেস স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো সঠিকভাবে তুলে ধরবে এবং প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে আমি আশাবাদী।’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম. এম. শাহজাহান বাকি মিয়া, সদরপুর সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাসার মিয়া, সদরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাব্বির হাসান এবং সদরপুর উপজেলা ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর তুহিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক প্রভাত কুমার সাহা, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন (টিটু), উপজেলা প্রেস ক্লাবের ফরিদুল ইসলাম, ইদ্রিস জমাদ্দার, বাংলাদেশ প্রেস ক্লাবের রাজিব হোসাইন, সাংবাদিক সিরাজুল ইসলাম, ফারুক আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এক সপ্তাহ না যেতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ
এক সপ্তাহ না যেতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ
১২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪৫:৫৩




রাঙ্গুনিয়ায় খেজুর গাছিকে খুনের ঘটনায় মামলা
রাঙ্গুনিয়ায় খেজুর গাছিকে খুনের ঘটনায় মামলা
১২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫৭:২৫




হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ
হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ
১২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩৮:৩০



Follow Us