• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:০৭:৩১ (24-Oct-2025)
  • - ৩৩° সে:

ইবি শিক্ষার্থীদের চাকরির দক্ষতা উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

২৪ অক্টোবর ২০২৫ সকাল ১০:৩১:১৯

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাকরির দক্ষতা বৃদ্ধি ও পেশাগত প্রস্তুতি উন্নয়নের লক্ষ্যে Employability Masterclass 2025-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, বিজনেস ক্লাব এবং রিসার্চ সোসাইটির সমন্বিত উদ্যোগে আয়োজিত এই সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস ক্লাবের উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন।

Ad
Ad

এসময় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম, ফিউচারনেশনের টেকনোলজি লিড আমিনুর রশিদ এবং ইয়ুথ এনগেজমেন্ট অফিসার আনজুম আলিফ।

Ad

ওয়াসিফুর রহমান, বিজিতা আবৃত্তি ও জান্নাতুল ফুলের যৌথ সঞ্চলনায় সেমিনারে ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি আবু সাইম, ইবি বিজনেস ক্লাবের সভাপতি আহমেদ মাসুম রেজা ও রিসার্চ সোসাইটির সভাপতি ত্বকী ওয়াসিফসহ বিভিন্ন বিভাগের চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সেমিনারে মুখ্য আলোচক আব্দুল কাইয়ুম বলেন, ‘বর্তমান যুগে শুধু ডিগ্রি অর্জন করলেই সফলতা আসে না। শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা ও সামর্থ্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি দরকার যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, সমস্যা সমাধানের সক্ষমতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা। আজকের তরুণ প্রজন্মকেই ভবিষ্যতের কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনে যত বেশি নেটওয়ার্কিং, প্রজেক্ট ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া যাবে, ততই পেশাগত জীবনে আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি পাবে।’

উল্লেখ্য, সেমিনারে মোটিভেশনাল সেশন ও মাস্টারক্লাস শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
গত ৭ দিনে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ১৫১
২৪ অক্টোবর ২০২৫ সকাল ১০:১৬:০৮


Follow Us