• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৩:৪১:৫৬ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প

৪ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০০:৫৩

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শিগগিরই কার্যকর হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Ad

গত ১০ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল ইতোমধ্যে ৫০০ বারের বেশি এই চুক্তি লঙ্ঘন করেছে। এসব হামলায় যুদ্ধবিরতির মধ্যেই প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Ad
Ad

৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে বিমান ও কামান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হন। এর আগে ইসরায়েল দাবি করে, তাদের সেনাদের ওপর হামলা চালানোয় হামাসের একজন সদস্যকে টার্গেট করেই এ হামলা করা হয়েছে।

ইসরায়েলি সেনাদের ওপর কথিত হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে, এতে কয়েকজন গুরুতর আহত হয়েছেন, সম্ভবত কেউ মারা গেছেনও। তবে যুদ্ধবিরতি চলছে, মধ্যপ্রাচ্যে শান্তির অগ্রগতি হচ্ছে—যদিও সাধারণ মানুষ তা বোঝে না। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও এগিয়ে যাচ্ছে এবং এটি খুব শিগগিরই কার্যকর হবে।’

বর্তমানে হামাসের হাতে ইসরায়েলের আর মাত্র দুইজন জিম্মি রয়েছে, যার একজন থাইল্যান্ডের নাগরিক। জিম্মিদের ফেরত দেওয়া সম্পন্ন হলেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা। তবে ইসরায়েলের নানামুখী গড়িমসির কারণে প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

এখনও হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে এটি বাস্তবায়নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু প্রক্রিয়া বা মেকানিজম ঠিক করেছে যুক্তরাষ্ট্র। পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপ কার্যকর হলে গাজার প্রশাসনিক দায়িত্ব নেবে একটি টেকনোক্র্যাট সরকার, আর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী। সূত্র: টাইমস অব ইসরায়েল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৭ শিক্ষককে শোকজ
৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:১২


Follow Us