• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে কার্তিক ১৪৩২ দুপুর ০১:৪৬:২৭ (11-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি বাধা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, সীমিত প্রবেশপথ, নিষেধাজ্ঞা এবং প্রশাসনিক জটিলতার কারণে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ১১ নভেম্বর মঙ্গলবার বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য উদ্ধৃত করে মুখপাত্র ফারহান হক সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ত্রাণ সহায়তা বাড়ানোর উদ্যোগ নানা জটিল প্রক্রিয়া, মানবিক সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা, সীমিত প্রবেশপথ ও অনিরাপদ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে।তিনি জানান, গত সপ্তাহে ত্রাণ পাঠানোর জন্য আটটি প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু ইসরায়েল তার মধ্যে কেবল দুটি ক্ষেত্রে সম্পূর্ণভাবে অনুমোদন দিয়েছে। বাকি চারটি পথে বাধাগ্রস্ত হয়— এর একটি ক্ষেত্রে অনুমতি পেতে দলকে ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল।ফারহান হক বলেন, কিছু এলাকায় আমাদের দলকে এখনো প্রতিবার চলাচলের আগে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।বেশি সংখ্যক সীমান্তপথ খুলে দেওয়ার বিষয়ে দেরির কারণ জানতে চাইলে তিনি স্পষ্টভাবে ইসরায়েলি পক্ষকেই দায়ী করেন। তিনি বলেন, সমস্যাটা ইসরায়েলি পক্ষেই। আমরা তাদের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছি যাতে আরও বেশি প্রবেশপথ খোলা যায়, কিন্তু এখনো তারা তা করেনি।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।