• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:০৬:৩০ (04-Dec-2025)
  • - ৩৩° সে:

ডিবির অভিযানে ছাত্রলীগ নেতাসহ ৪ জন অস্ত্রধারী আটক

৪ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২৭:১৮

সংবাদ ছবি

সাভার প্রতিনিধি : ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ চার জন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

Ad

৩ ডিসেম্বর  বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

ডিবির তথ্য মতে, এর আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে শক্তি প্রদর্শনের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে সীমান্ত সরকার (২৫) নামে একজন গুলিবিদ্ধ হন।

ঘটনায় পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ডিবি।

গুলিবিদ্ধ সীমান্ত বর্তমানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডিবি (উত্তর)–এর ওসি মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই শাহাদাৎ হোসেনসহ একটি দল অভিযান চালিয়ে চার জনকে আটক করতে সক্ষম হয়।

ওসি জানান, গুলিবর্ষণের ঘটনায় আশুলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটু নেতৃত্ব দিচ্ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুরের আব্দুল মান্নান পাটোয়ারী (২৪), মানিকগঞ্জের মনোয়ার হোসেন টিটু (২৮), ঢাকার আল আমিন স্বপন (৩০) ও জুলহাস মিয়া (৩০)।

অভিযানে মান্নান পাটোয়ারীর দেখানো অনুযায়ী একটি সিলভার রঙের ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির ব্যারেলে ‘7.65 ROUND MADE IN U.S.A’ এবং অন্যপাশে ‘AUTOMATIC’ লেখা রয়েছে।

ডিবি জানায়, গ্রেফতার চার জন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৭ শিক্ষককে শোকজ
৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:১২


Follow Us