• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩২ সকাল ১০:০৯:৫৯ (15-Jan-2026)
  • - ৩৩° সে:

ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে: ট্রাম্প

১৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৩৯:১৮

ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা আমলে নিয়ে বিক্ষোভকারীদের হত্যা কিংবা মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে ইরানের সরকারি প্রশাসন, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Ad

১৪ জানুয়ারি বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, ‘আমরা জানতে পেরেছি, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং আটক বা গ্রেপ্তারদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে। নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এ তথ্যের নিশ্চয়তা পেয়েছি।’

Ad
Ad

এর আগের দিন মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। তিনি লেখেন, ‘ইরানে বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এসব নির্বোধ হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আমি বৈঠক করব না। সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন (মিগা, মেইক ইরান গ্রেট এগেইন)।’

পরে একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিক্ষোভ শুরুর পর কতজন নিহত হয়েছেন, এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য এখনও পায়নি মার্কিন প্রশাসন, তবে নিহতের সংখ্যা যে অনেক বেশি, তা তারা জানেন।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে ইরানে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন চলছে এবং দিন যত গড়াচ্ছে, আন্দোলনের তীব্রতাও বাড়ছে।

এই আন্দোলনের সূত্রপাত দেশটির অর্থনৈতিক সংকট থেকে। দীর্ঘদিনের অবমূল্যায়নে ইরানি রিয়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান ৯ লাখ ৯৪ হাজার ৫৫।

মুদ্রার এই দুরবস্থার ফলে ইরানে দীর্ঘদিন ধরে ভয়াবহ মূল্যস্ফীতি চলছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছেন সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত হয়।

পরবর্তী কয়েক দিনের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দেশ কার্যত অচল হয়ে পড়ে।

বিক্ষোভ দমনে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধের পাশাপাশি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন করেছে ইরান। সংঘাতে ইতোমধ্যে ১২ হাজারেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।

গতকাল বুধবার ইরানের কর্মকর্তারা গ্রেপ্তার বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও ফাঁসির কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড বন্ধের দাবি করেন ট্রাম্প। সূত্র: এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সদরপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
সদরপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
১৫ জানুয়ারী ২০২৬ সকাল ১০:০৬:২৪


নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
১৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪০:৩৩

পঞ্চগড়ে সেনাবাহিনীর টহল জোরদার
পঞ্চগড়ে সেনাবাহিনীর টহল জোরদার
১৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩৮:৪৪








Follow Us