আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাত ও অস্থিতিশীলতার মধ্যেই মিয়ানমারে আফিম চাষ গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তর (ইউএনওডিসি)-এর সর্বশেষ জরিপ অনুযায়ী, গত এক বছরে দেশটিতে আফিম চাষের জমি ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ১০০ হেক্টরে, যা ২০২৪ সালে ছিল ৪৫ হাজার ২০০ হেক্টর।

জরিপে বলা হয়েছে, বিশ্বের প্রধান অবৈধ আফিম উৎপাদনকারী রাষ্ট্র হিসেবে মিয়ানমারের অবস্থান আরও শক্ত হয়েছে। আফগানিস্তানে উৎপাদন হ্রাস পাওয়ায় বৈশ্বিক অবৈধ আফিমের প্রধান উৎস হিসেবে এখন মিয়ানমারকেই দেখা হচ্ছে।


ইউএনওডিসির দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধি ডেলফিন শান্টজ বলেন, আফিম চাষের এই বৃদ্ধি দেখায় যে মিয়ানমারের আফিম অর্থনীতি পুনরুজ্জীবিত হয়েছে এবং আগামীতে আরও সম্প্রসারণ ঘটতে পারে।
যদিও ২০২৪-২৫ সালে পপি চাষের জমি বেড়েছে, প্রতি হেক্টরে উৎপাদন কমেছে। ইউএনওডিসি জানিয়েছে, তীব্র সংঘাত, নিরাপত্তাহীনতা ও ব্যাপক বাস্তুচ্যুতির কারণে কৃষকরা সঠিকভাবে চাষ করতে পারছেন না, ফলে ফলন কমছে।
অন্যদিকে, বাজারে মূল্যবৃদ্ধি কৃষকদের আবার পপি চাষে ফিরিয়ে এনেছে। ২০১৯ সালে ১ কেজি কাঁচা আফিমের দাম ছিল ১৪৫ ডলার, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩২৯ ডলারে—দ্বিগুণেরও বেশি। জীবিকার সংকট ও দ্রুত লাভের আশায় কৃষকদের বড় অংশ এ চাষে ঝুঁকছেন।
আন্তর্জাতিক বাজারেও মিয়ানমার-উৎপাদিত হেরোইনের প্রবাহ বাড়ছে। ইউএনওডিসি জানিয়েছে, আফগানিস্তান থেকে সরবরাহ কমে যাওয়ায় মিয়ানমারের হেরোইন বৈশ্বিক বাজারে দ্রুত স্থান দখল করছে। এমনকি ২০২৪ ও ২০২৫ সালের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে প্রায় ৬০ কেজি মিয়ানমার-উৎপাদিত হেরোইন জব্দ হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই নতুন সরবরাহ অঞ্চল বৈশ্বিক মাদকবাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বেঁচে থাকার সংগ্রাম, মূল্যবৃদ্ধির প্রলোভন এবং অব্যাহত সংঘাত—সব মিলিয়ে কৃষকদের মধ্যে পপি চাষের প্রতি আগ্রহ বাড়ছে।
ডেলফিন শান্টজ সতর্ক করে বলেন, ‘গত বছরের এই বৃদ্ধি মিয়ানমারের ভবিষ্যতের জন্য গভীর প্রভাব ফেলবে। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি শুধু অঞ্চলই নয়, বৈশ্বিক মাদকবাজারকেও নাড়িয়ে দিতে পারে। এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available