• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ বিকাল ০৪:২০:০০ (05-Jan-2026)
  • - ৩৩° সে:

মোদিকে ওয়াইসির কড়া হুঁশিয়ারি

দিল্লিতে থাকা আপনার বোনকে বাংলাদেশে ফেরত পাঠান

৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬

দিল্লিতে থাকা আপনার বোনকে বাংলাদেশে ফেরত পাঠান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বসবাসরত অবৈধ অনুপ্রবেশকারী বিতাড়নের ইস্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান।

Ad

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস–এর খবরে বলা হয়, মহারাষ্ট্র ও মুম্বাইয়ের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেওয়া বক্তব্যে ওয়াইসি বিজেপি সরকারের তথাকথিত ‘বাংলাদেশি বিতাড়ন’ নীতির কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মহারাষ্ট্র ও বিহারের মতো রাজ্যগুলোতে সাধারণ বাংলাভাষী মানুষদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে হয়রানি করা হচ্ছে।

Ad
Ad

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করে ওয়াইসি বলেন, মহারাষ্ট্রের মানুষকে বলা হচ্ছে বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে দিল্লিতে অবস্থানরত আপনার সেই ‘বোন’ শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না? তাকেও বাংলাদেশে পাঠিয়ে দিন।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে স্লোগান দেওয়ার আহ্বান জানান ওয়াইসি। এ সময় জনতা সম্মিলিতভাবে স্লোগান দেয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানা যায়। এ বিষয়ে ওয়াইসি আগেও একাধিকবার প্রশ্ন তুলেছেন যে, সাধারণ মানুষকে অনুপ্রবেশকারী বলা হলেও ক্ষমতাচ্যুত একজন সাবেক নেত্রীকে কোন যুক্তিতে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার
দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার
৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:১২:৪৭



Follow Us