• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩২ বিকাল ০৪:৫৬:৩২ (16-Sep-2025)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

‘এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দেবেন’

১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৩০:৪২

সংবাদ ছবি

এশিয়ান ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করা হয়েছে।  

১৪ সেপ্টেম্বর রোববার কুয়ালালামপুরের জি টাওয়ারে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথির বক্তব্যের শুরুতে '৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং '২৪ এর গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলস কাজ করছে।

বক্তৃতায় তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন। তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে ভোটার হিসেবে আবেদন এবং নিবন্ধনের সুযোগ রাখা হচ্ছে। প্রবাসীদের মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে। এরপর প্রবাসীদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীগণ ভোট প্রদান করে নির্বাচন কমিশন প্রদত্ত নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন যা সংশিষ্ট রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে। ভোটারগণ তার ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্র্যাকও করতে পারবেন বলে তিনি জানান। তিনি এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তৃতায় প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের সুযোগ দেওয়ার জন্য এবং ভোটদান প্রক্রিয়া বিষয়ে মতবিনিময়ের জন্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হাইকমিশন সব রকম প্রচার-প্রচারণা চালাবে বলে তিনি জানান।  

পরে নির্বাচন কমিশনার জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন এবং উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
চিত্রনায়িকা বনশ্রী আর নেই
১৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৬:৩৯

সংবাদ ছবি
মুরাদনগরে যুবকের মরদেহ উদ্ধার
১৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০২:৩৩


সংবাদ ছবি
বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
১৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৪২:৪৬





সংবাদ ছবি
ধামইরহাটে দেবী পার্বতী মূর্তিসহ ২ চক্র গ্রেফতার
১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:২২

সংবাদ ছবি
এনসিপির নেত্রী শেলীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি
১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:২২:২০