• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই কার্তিক ১৪৩২ রাত ০৯:৪৯:০৭ (30-Oct-2025)
  • - ৩৩° সে:

মাদকবিরোধী পরামর্শ

মাদকমুক্ত করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী সমন্বিত চিকিৎসা ব্যবস্থা

৩০ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৫৭:২৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : সঠিক চিকিৎসা ও পরিচর্যার মধ্য দিয়ে একজন মাদকনির্ভরশীল ব্যক্তি সুস্থ্য ও স্বাভাবিক জীবন-যাপন করতে পারে এবং মাদক থেকে দূরে থাকতে পারে। দীর্ঘমেয়াদি চিকিৎসা মাদকনির্ভরশীলদের চিকিৎসায় সহায়ক ভুমিকা পালন করে। বিভিন্ন দেশে মাদকনির্ভশীলদের চিকিৎসায় একাধিক পদ্ধতি প্রচলিত আছে বা অনুসরণ করে থাকে। তবে দীর্ঘমেয়াদি ও সমন্বিত চিকিৎসা পদ্ধতি মাদকনির্ভরশীলদের সুস্থতায় কার্যকরী ভুমিকা পালন করে বলে মন্তব্য করেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রুবাইয়াৎ ফেরদৌস।

Ad

৩০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত কেন্দ্রে চিকিৎসারত ক্লায়েন্টদের পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক সভায় তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

তিনি বলেন, মাদকনির্ভরশীলতা একটি জটিল পুনঃআসক্তিমূলক মস্তিষ্কের রোগ, যা বার বার হতে পারে। অর্থাৎ একজন মাদক নির্ভরশীল ব্যক্তি চিকিৎসা গ্রহণের পরও একাধিকবার মাদক গ্রহণ করতে পারে। ডায়াবেটিস বা হৃদরোগের মত মাদকনির্ভশীল ব্যক্তিদের সারাজীবন কিছু বিধিনিষেধ বা ব্যবস্থাপনার মধ্যে থাকতে হয়। এর ব্যত্যয় ঘটলে পুনরায় মাদক গ্রহণ শুরু করে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলোজিস্ট রাখী গাঙ্গুলী, কেন্দ্র ব্যবস্থাপক লায়লা ইয়াসমিন, সহকারী ব্যবস্থাপক রোজিনা খাতুন, কাউন্সেলর সানজিদা জামান ও নুসরাত জাহান রিয়াসহ প্রায় ২৭টি চিকিৎসারত পরিবারের সদস্য।

উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন ব্যক্তি, পরিবার ও দেশকে মাদকমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র মাদকনির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা প্রদান করে থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল
৩০ অক্টোবর ২০২৫ রাত ০৯:১২:৪৫

সংবাদ ছবি
গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম গ্রেফতার
৩০ অক্টোবর ২০২৫ রাত ০৮:৫৩:৫৯

সংবাদ ছবি
ভারী বর্ষণ হতে পারে যেসব জেলায়
৩০ অক্টোবর ২০২৫ রাত ০৮:৪৮:৫৪




সংবাদ ছবি
দারাজমল নিয়ে এলো ‘অথেন্টিসিটি গ্যারান্টি’
৩০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:৪৫


সংবাদ ছবি
১ টাকায় গরুর মাংস বিতরণ
৩০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২:৫৪



Follow Us