• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:১৩:১৬ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

মার্কিন অভিনেত্রীর মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেফতার

২৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৩৮:৩৪

সংবাদ ছবি

বিনোদন ডেস্ক: মার্কিন অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথ মারা গেছেন। ২১ ডিসেম্বর রোববার নিউ জার্সির এডিসনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বয়স হয়েছিল ২৫ বছর। পিপল এ খবর প্রকাশ করেছে।  

Ad

এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২১ ডিসেম্বর, নিউ জার্সির এডিসনের একটি বাড়িতে ইমানি স্মিথকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে কেউ একজন ৯১১ নম্বরে ফোন করে ছুরিকাঘাতের ঘটনার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রসিকিউটরদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিউ ব্রান্সউইকের রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ইমানিকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

এডিসন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান থমাস ব্রায়ান জানিয়েছেন, ২৩ ডিসেম্বর, ইমানি স্মিথের প্রেমিক জর্ডান ডি. জ্যাকসন-স্মলকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

ইমানি স্মিথের খালা কিরা হেলপার পরিবারের পক্ষ থেকে গোফান্ডমি পেজ খুলেছেন। তাতে তিনি লেখেন, “ইমানি ৩ বছরের একটি পুত্রসন্তান রেখে গেছেন। বাবা-মা, দুই ছোট ভাইবোন ইমানিকে গভীরভাবে ভালোবাসার চাদরে রেখেছিলেন।”

গোফান্ডমির মাধ্যমে এখন পর্যন্ত ৪৬ হাজার মার্কিন ডলার সহযোগিতা পাওয়া গেছে। সংগৃহীত অর্থ ব্যয় করা হবে ইমানির শেষকৃত্য, স্মরণসভা, স্মিথের বাড়ির ক্রাইম সিন পরিষ্কার, পরিবারের জন্য ট্রমা থেরাপি, তার মৃত্যুকে ঘিরে চলমান ফৌজদারি মামলার আইনি ও প্রশাসনিক খরচ, স্মিথের ছেলে ও কুকুরের জন্য।

২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ইমানি। এ তথ্য উল্লেখ করে এ অভিনেত্রীর খালা লেখেন, “ইমানির সামনে পুরো জীবন পড়েছিল। প্রাণবন্ত, স্নেহশীল এবং অসাধারণ প্রতিভাবান একজন মানুষ ছিলেন। একজন সত্যিকারের ‘ট্রিপল-থ্রেট’ পারফর্মার হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন। ব্রডওয়েতে ডিজনির ‘দ্য লায়ন কিং’-এ কম বয়সি ‘নালা’ চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান।” 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ঢাকা-১৫ আসনে মনোনয়ন ফরম নিলেন জামায়াত আমির
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৯:৩৭



সংবাদ ছবি
নলডাঙ্গায় ইউশা ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৮:২০




সংবাদ ছবি
তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৭:৩৯


Follow Us