• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ রাত ১০:৪৪:৪২ (16-Jan-2026)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫২

মতলব উত্তরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মো. নাজির আহম্মেদ (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১৬ জানুয়ারি শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার ষাটনল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

গ্রেফতার নাজির কালিপুর গ্রামের মৃত নুরুল হক প্রধানের ছেলে। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে মতলব উত্তর থানার এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান, এসআই ময়নাল হোসেন ও এএসআই রবিউল হোসেন ফোর্সসহ তাকে গ্রেফতার করে।

পরে ঘরের ভেতরে কাঠের সুকেজের ড্রয়ারে রাখা একটি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি সবুজ পলিথিনে রাখা ৫০০ গ্রাম গাঁজা এবং একটি প্লাস্টিক বক্সে রাখা মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘মতলব উত্তর থানাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কেউই আইনের ঊর্ধ্বে নয়। সমাজের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২১:৫৩


টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৪:৫৬


বায়রা নির্বাচন স্থগিত
বায়রা নির্বাচন স্থগিত
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৫:২০







Follow Us