কালাই(জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। সমাজ থেকে বাল্য বিবাহ নির্মূলে সরকারি ও সামাজিক বিভিন্ন পর্যায়ের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই কর্মশালার আয়োজন করা হয়।


সকালেই কর্মশালার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাল্য বিবাহ শুধু একটি সামাজিক অপরাধ নয়, এটি একটি জাতির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে। আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে কন্যাশিশুদের শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এবং কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে বাল্য বিবাহের কুফল, আইনি বিধান এবং তা প্রতিরোধে প্রশাসন ও সমাজের ভূমিকা তুলে ধরেন। তারা জানান, আইন সম্পর্কে সঠিক জ্ঞান ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে বাল্য বিবাহের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহফুজা খাতুন। তিনি বাল্য বিবাহের সামাজিক, মানসিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কীভাবে মাঠপর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দেন।
এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সকল নিকাহ রেজিস্ট্রার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, মসজিদের ইমাম, স্কুল-কলেজের শিক্ষার্থী, সংবাদকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা কর্মশালার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে নিজেদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে নতুন করে সচেতন হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available