শরীয়তপুর প্রতিনিধি: দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় শরীয়তপুরে জয়নাল হাওলাদার (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

১২ জানুয়ারি সোমবার দুপুর ১২টার দিকে জেলা শহরের পালং মডেল থানা সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করে পালং মডেল থানা পুলিশ।


পরে দুপুর ২টার দিকে তাকে শরীয়তপুর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার জয়নাল হাওলাদার সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরচিকন্দী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে। রাজনৈতিকভাবে তিনি শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং একই সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এর আওতায় জয়নাল হাওলাদার নামে একজন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেল হাজতে পাঠানোর আদেশ দেন।’
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available